হার্ডওয়্যার তৈরি করবে ফেইসবুক, অফিস খুলছে সাংহাইয়ে
সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেইসবুক এবার হার্ডওয্যার তৈরির দিকে নজর দিচ্ছে। প্রতিষ্ঠানটি হার্ডওয়্যার তৈরির জন্য চীনের সাংহাই শহরে একটি অফিসও খুলছে বলে খবর বেরিয়েছে।চীনে এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ফেইসবুক। কিন্তু তারপরও সে দেশেই হার্ডওয়্যার কারখানা তৈরি করতে চায় ফেইসবুক। তাই সাংহাইকেই বেছে নিচ্ছে প্রতিষ্ঠানটি।নাম প্রকাশ না করার শর্তে ফেইসবুকের এক কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বুধবার বিষয়ট জানিয়েছেন। দেশের সীমানা বিভেদ ভোলাতে এমন একটি উদ্যোগ নিচ্ছে ফেইসবুক এনমটাই জানান তিনি।তবে ফেইসবুক কর্তৃপক্ষ দেশটিতে হার্ডওয়্যার তৈরি করতে অনুমতি চেয়ে এখন দেশটির সরকারের দিকে চেয়ে রয়েছে। চীন সরকার অনুমতি দিলেই তারা কাজ শুরু করবে।ফেইসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা চীনে হার্ডওয়্যার তৈরি করতে চায়। কারণ তারা দেশটির কাছ থেকে বিভিন্ন বিষয়ে আরও শিখতে এবং অভিজ্ঞতা অর্জন করতে চায়।ফেইসবুকের এমন উদ্যোগ চীনের সাপ্লাই চেইন ইলেক্ট্রনিক্সের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চায়। এই উদ্যোগে সামাজিক জায়ান্ট অ্যাপলের আইফোনের মতো ‘ইউনিক’ কোনো পণ্য আনতে চায় বলে জানা যাচ্ছে।এর আগে ২০১৫ সালে ফেইসবুক চীনে একটি অফিস খুলতে আবেদন করলে সেটি পায়। তবে সেটি ছিল মাত্র তিন মাসের জন্য। যে কারণে ফেইসবুকের পক্ষে অফিসে খোলা সম্ভব হয়নি।ফেইসবুকের একমাত্র হার্ডওয়্যার পণ্য ভার্চুয়াল রিয়েলিটি যার নাম অকুলাস। তিন বছর আগে সেটি কিনে নেয় ফেইসবুক। পরে তার একটি অফিস স্থাপন করে সাংহাইতে।