হ্যাকিং প্রতিরোধ করতে প্রানান্তই চেষ্টা করে যাচ্ছে প্রযুক্তি জায়ান্টগুলো। ত্রুটি ধরে দিলে বড় অংকের পুরস্কারও দেয়া হচ্ছে হ্যাকারদের। এরই ধারাবাহিকতায় কোম্পানির সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটি ধরতে পারলে সর্বোচ্চ ২ লাখ ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষনা করেছে অ্যাপল।
সম্প্রতি লাস ভেগাসে আয়োজিত কম্পিউটার নিরাপত্তা সম্মেলনে এই ঘোষনা দেয় প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
‘বাগ বাউন্টি’ শীর্ষক প্রোগ্রামের আওতায় অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সাথে যুক্ত হয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। হ্যাকাররা যাতে কোম্পানির বিভিন্ন কোডিংয়ে নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিতে পারে এবং গোপনীয় তথ্য চুরি করে প্রকাশ বা অন্যদের কাছে বিক্রি না করে তার জন্যই এই পুরস্কার।
এর আগে গুগল, ফেইসবুকও একই ধরণের পুরস্কার ঘোষনা করে। অ্যাপল প্রাথমিকভাবে অল্প সংখ্যক গবেষকদের এই অর্থ দেবে, যা আগামীতে বাড়ানো হবে।