বাংলাদেশে ইন্টারনেটে ডাটা ব্যবহারের হার বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে সাইবার আক্রমণের ঘটনা বাড়ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।সাইবার আক্রমণে জড়িত হ্যাকাররা ব্যক্তি ও রাজনৈতিক পর্যায়ে প্রতিশোধপরায়ণ কোনো উদ্দেশ্য বাস্তবায়নে এসব কাজ করছে বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে ‘আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সম্মেলনে’ অতিথির বক্তব্যে গত এক বছরে সাইবার আক্রমণ বাড়ার পরিসংখ্যান তুলে ধরেন প্রতিমন্ত্রী।
পলক বলেন, “ডাটা ব্যবহারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অ্যাটাকও। গত এক বছরেই তো ৪৪ শতাংশ বেড়েছে।
“হ্যাকাররা ক্রমেই প্রতিশোধপরায়ণ হয়ে উঠছে। ব্যক্তি পর্যায় তো বটেই, এখন তাদের লক্ষ্য আরও বড়। বড় কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা একের পর এক সাইবার অ্যাটাক চালাচ্ছে।”