রাজধানীর হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১৪ কেজি স্বর্ণের বার ও অলংকারসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। আটক ব্যক্তিরা হলেন- মামুন খান ও মুরাদ খান।
শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের আটক করে শুল্ক গোয়েন্দা পুলিশ।
ঢাকা কাস্টম হাউজ প্রিভেনটিভ টিমের সহকারী কাস্টমস কমিশনার ( এসি) মো. রেজাউল করিম জানান, সিঙ্গাপুর থেকে টিজি ৩২১ ফ্লাইটে করে মামুন খান ও মুরাদ খান বাংলাদেশে আসেন। কোমরে বেল্টে অভিনব কৌশলে তারা স্বর্ণ লুকিয়ে রাখেন। সন্দেহ হলে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা তল্লাশি করে তাদের কাছ থেকে ১৪ কেজি ৩৩৩ গ্রাম স্বর্ণ জব্দ করে। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য সাত কোটি ১৬ লাখ টাকা।