১৬ সেপ্টেম্বরের আগে বন্ধ নয় সিটিসেল : হাইকোর্ট
মোবাইল ফোন অপারেটর সিটিসেলের সেবা ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চালু রাখতে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার হাইকোর্টে বিচারপতি সৈয়ত রেফাত আহমেদের একক বেঞ্চ এ আদেশ দেন।
সোমবার এই আদালতে সিটিসেলের বিরুদ্ধে করা চায়না ডেভেলপমেন্ট ব্যাংক কর্পোরেশনের মামলার শুনানি চলছিল। ব্যাংকটি অপারেটরটির কাছে পাওনা ৩ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ডলার আদায়ে এ মামলা করে।
শুনানি চলাকালে সিটিসেলের আইনজীবী আদালতকে সিটিসেল বন্ধে বিটিআরসির নোটিশের কথা উল্লেখ করেন। ওই নোটিশে সিটিসেলের লাইসেন্স বাতিল কেন করা হবে না- এ বিষয়ে জবাব দিতে অপারেটরটিকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। গত বুধবার এ নোটিশ পাঠায় বিটিআরসি।
অন্যদিকে অপারেটরটির গ্রাহকদের ২৩ আগস্ট পর্যন্ত বিকল্প সেবায় যেতে সময় বেধে দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি। ওই দিন রাতেই অপারেটরটির সেবা বন্ধ করতে সব প্রস্তুতি নিয়ে রেখেছে নিয়ন্ত্রক সংস্থা।
আদালত শুনানি শেষে অপারেটরটির সেবা ১৬ সেপ্টেম্বরের আগে বন্ধ করা যাবে না বলে নির্দেশ দেন।
বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, আদালতের নির্দেশনা দেখে সিদ্ধান্ত নেবে বিটিআরসি।
মঙ্গলবার দিবাগত রাতেই অপারেটরটির জন্য বরাদ্দকৃত স্পেক্ট্রাম বাতিলে নির্দেশনা দিয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর কাছে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে টেলিযোগাযোগ বিভাগ। বিটিআরসি সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখছে।
টেলিযোগাযোগ বিভাগ গত শনিবার বিটিআরসিকে এ সংক্রান্ত চিঠি দেয়। মঙ্গলবার দিবাগত রাত ঠিক ১২টা’র পর হতেই সিটিসেলের নেটওয়ার্ক আর থাকছে না বলে টেলিযোগাযোগ বিভাগের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিতও করেছে।
গত ৩১ জুলাই বিটিআরসি সিটিসেলের কাছে সব মিলে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা বকেয়া রয়েছে উল্লেখ করে আগামী ১৬ আগস্ট পর্যন্ত গ্রাহকদের বিকল্প অপারেটেরে যেতে বলে দেয়।
Like this:
Like Loading...