৩৬টি রাফাল যুদ্ধ বিমান কিনতে ফ্রান্সের সঙ্গে ভারতের চুক্তি
ফ্রান্স থেকে প্রায় ৫৯ হাজার কোটি রুপিতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। শুক্রবার এই চুক্তিতে সই করেছেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী।
চুক্তি অনুযায়ী ভারত প্রথম রাফাল হাতে পাবে তিন বছর পর ২০১৯ সালে। প্রতিটি রাফালের জন্য খরচ পড়ছে ১৬৪০ কোটি রুপি।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যাঁ ভেস লা ড্রিয়ান দিল্লিতে নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। গত জানুয়ারিতে ফ্রান্সে তৈরি রাফাল জঙ্গিবিমান কেনার কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদী। বেশ কয়েক বছরের আলোচনার পর এই অগ্রগতি হল।
এএফপির খবরে জানানো হয়েছে, ভারত তার বিমান বাহিনীর আধুনিকায়নে ১২৬টি রাফাল কেনার পরিকল্পনা করেছিল। তবে শেষ পর্যন্ত ৩৬টিতে নামিয়ে আনে তারা। এর পরও কোন দেশের কাছে এটিই হবে রাফালের সবচেয়ে বড় চালান।
উল্লেখ্য, ভারতের অধিকাংশ যুদ্ধবিমানই সোভিয়েত আমলের। সূত্র: বিবিসি