৫০ বছরে পা রাখলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা। এই ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ ১৯৬৭ সালের ১৯ আগস্ট জন্মগ্রহণ করেন।
সত্য নাদেলা হায়দরাবাদ পাবলিক স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মনিপাল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্রাজুয়েশন করেন।
১৯৯২ সালে স্কুল সহপাঠী অনুপমাকে বিয়ে করেন নাদেলা। এক ছেলে ও দুই কন্যা সন্তান নিয়ে ওয়াশিংটনের বেলভিউয়ে বসবাস করছেন এই দম্পতি।
কর্মজীবনের শুরুতে সান মাইক্রোসিস্টেমসে কাজ করেন ক্রিকেট ও কবিতা পাগল এই মানুষ। এরপর ১৯৯২ সালে তিনি যোগ দেন মাইক্রোসফটে। তিনি মাইক্রোসফটের বিং অনুসন্ধান ইঞ্জিন, জনপ্রিয় সেবা উইন্ডোজ সার্ভার এবং ক্লাউডের পাশাপাশি এন্টারপ্রাইজ কোম্পানিগুলোর জন্য মাইক্রোসফট অফিসের ক্লাউড সংস্করণ ব্যবসা প্রসারে অবদান রেখেছেন।