দেশে তৃতীয়বারের মতো বিপণন বিষয়ক সম্মেলন ‘ডিজিটাল মার্কেটিং সামিট’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। আগামী ৮ অক্টোবর লা মেরিডিয়ান হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এবারের সম্মেলনের প্রতিপাদ্য, ‘ডিজিটাল মার্কেটিং এর রহস্য উন্মোচন’। পুরো সম্মেলনে সহযোগিতা করবে হুয়াওয়ে, এসএসডি টেক এবং দ্য ডেইলি স্টার।
এই সম্মেলনে চারটি মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য চারটি অধিবেশন, দুটি কেস স্টাডি উপস্থাপনা, একটি প্যানেল আলোচনা এবং চারটি নির্দিষ্ট ইস্যুভিত্তিক মতবিনিময়ের অধিবেশন থাকবে।
বিবিএফ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, এবারের সম্মেলনে ডিজিটাল মার্কেটিং খাতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পেশাজীবী, নীতি-নির্ধারক ও দেশের শীর্ষস্থানীয় চিন্তাবিদরা একই ছাদের নিচে সমবেত হয়ে পারস্পরিক মত ও অভিজ্ঞতা বিনিময় করবেন।
এবারের সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ফেসবুক ক্রিয়েটিভ শপের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক ফারগাস-ও’-হারে, আলিবাবা গ্রুপের প্রডাক্ট অপারেশনস ম্যানেজার মো. মেহেদি রেজা, গ্রে গ্রুপের দক্ষিণ-পূর্ব এশিয়ার (এসইএ) ডিজিটাল লিড ও রিজিওনাল ডিরেক্টর সুরেশ রামাস্বামী এবং আইএমআরবির মিডিয়া ও রিটেইল বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেমন্ত মেহতা।