SEO কেন শিখবেন এবং কিভাবে শিখবেন?
আমরা এই এসইও শিখব মূলত অনলাইন থেকে আর্ন করার জন্যে তাই আমাদের ফোকাস থাকবে “ এসইও শেখার মাধ্যমে যাতে অনলাইন থেকে আর্ন করতে পারি ” কারণ বর্তমানে এই এসইও এর মাধ্যমে আপনি সহজে এবং কম সময়ে অনলাইন থেকে আর্ন করার মাধ্যমে ক্যারিয়্যার গড়তে পারবেন। আপনি যদি অন্যান্য বিষয় যেমন ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, অ্যাপ ডেভেলোপমেন্ট ইত্যাদি নিয়ে কাজ করেন তাহলে আপনাকে অনেক সময় এবং শ্রম দিতে হবে। সবচেয়ে বড় কথা হল সময় দিতে হবে বেশি। কিন্তু আপনি এই এসইও খুব অল্প সময় দিয়েই ভাল করতে পারবেন। তাই বলে আমি আপনাকে ঐ সকল বিষয়গুলো শিখতে বারণ করছি না। মূলত সেটা আপনার উপর নির্ভর করছে।
ধরে নিলাম আপনি এসইও শিখবেন বলে সিদ্ধান্ত নিলেন। তাহলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে অন্যথায় আপনি এসইও তে ভালো করতে পারবেন না।
এসইও শেখার জন্যে আপনার কিছু বিষয়ের প্রতি সমান গুরুত্ব দিতে হবে। সেগুলো হলঃ
১। অধ্যবসায়ী হতে হবে
২। পরিশ্রমী হতে হবে
৩। সৃজনশীল হতে হবে
৪। ধর্য্য থাকতে হবে
৫। আত্নবিশ্বাস থাকতে হবে
৬। সময় কম আর বেশি আয় এই বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে।
৭। কয়েকটা টপিক শিখে কাজে হাত দেয়া যাবে না।
SEO এর যে বিসয়গুলো শিখতে হবেঃ
• এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।
• কী ওয়ার্ড রিছার্চ, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।
• অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।
• মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।
• কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিসার্চ, সাইট ম্যাপ।
• সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং।
• ওয়েবসাইটের লিংক স্ট্রাকচার।
• অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।
• সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স, ওয়েবমাস্টার) এর ব্যবহার।
• ফোরাম ফোরাম টিউনিং, ব্লগ টিউমেন্টিং।
• আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।
• লিংক হুইল, গেস্ট ব্লগিং, আর্টিকেল মার্কেটিং।
• বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক।
• পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক!)।
• ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।
• ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।
• এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।
• সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।
• গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্ধতি।
• ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।
• অ্যালেক্সা টুলবার, লিংক, র্যাংক সহ ইত্যাদি বিষয়।
• Odesk, freelancer, Elance-এর উপর বিশেষ ক্লাশ।
• এসইও রিলেটেড অন্নান্য কিছু বিষয়।
• অনলাইন মার্কেট প্লেস পরিচিতি এবং এদের মধ্যে পার্থক্য।
• ফ্রিল্যান্সিং কি এবং কি কি ধরনের কাজ কি পরিমানে আছে।
• ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে প্রস্তুতি নিবেন।
• কাজ করার ক্ষেত্র এবং বিভিন্ন কাজ সম্পর্কে ব্যাসিক ধারনা।
• ফটো এডিটিং এর উপর ব্যাসিক ধারনা দেওয়া হবে।
• আপনার জন্য উপযুক্ত কাজের ক্ষেত্র খুঁজে বের করা।
• মানি ট্রান্সফার পদ্ধতি ও অনলাইন ব্যাংকিং এর নিয়ম।
• কাজের জন্য অ্যাপ্লাই এবং কাজ পাওয়ার পদ্ধতি।
• প্রোফাইল ১০০% ভাগ যেভাবে সম্পন্ন করবেন।
• গুগোল এডসেন্স কি এবং এর মাধ্যমে আয়ের উপায়।
• ব্যাসিক এইচটিএমএল স্ট্রাকচার এবং বিভিন্ন এইচটিএমএল ট্যাগ।
• প্রোফাইল এর পোর্টফোলিও পেজটি যেভাবে পরিপুর্ন করবেন।
• কভার লেটার এবং ওয়ার্ক সাবমিশন করার পদ্ধতি।
• ব্লগস্পট সাইট বা নিজের ওয়েব-সাইটের মাধ্যমে যেভাবে আয় করবেন।
• এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি। অন-পেজ এসইও কি এবং কিভাবে করবেন।
কোডিং সেন্টার এসইও ট্রেনিং দিয়ে আসছে দীর্ঘ ৪ বছর যাবৎ ভিসিট করে আসুন তাদের ওয়েবসাইট Click
Like this:
Like Loading...