জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।নীতিমালা অনুযায়ী অনলাইন গণমাধ্যমকে প্রস্তাবিত সম্প্রচার কমিশনের নিবন্ধিত হতে হবে। কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয় বিষয়টি দেখবে।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, কমিশন কাজ করবে জাতীয় সম্প্রচার আইনের অধীনে। এটি প্রণয়নের কাজ চলছে।তিনি বলেন ‘জাতীয় গণমাধ্যম নীতিমালার আলোকেই অনলাইন গণমাধ্যম নীতিমালা করা হয়েছে। অনলাইন মিডিয়া যেন সুনিয়ন্ত্রিতভাবে কাজ করে, নীতিমালায় সেই গাইডলাইন দেওয়া হচ্ছে, উদ্দেশ্যও বলা আছে।’অনলাইন গণমাধ্যম নিবন্ধনে নির্ধারিত ফি দিতে হবে। কমিশনে অভিযোগের সুযোগ থাকবে যা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে। থাকছে জরিমানার বিধান।মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে অনলাইন গণমাধ্যম নীতিমালা করা হয়েছে। দেশে এখন ১৮০০ অনলাইন গণমাধ্যম রয়েছে।