স্বর্ণজয়ী জাপানি অ্যাথলেট কোহেই উচিমুরা অলিম্পিকের শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়েছেন। টানা স্বর্ণপদক জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে ব্রাজিলের রিওতে আসা অ্যাথলেট গেইম শুরুর আগেই বেশ বড় ধরনের অর্থদণ্ডের মধ্যে পড়েন। তবে এটি বাস্তবে খেলার মাঠে হয়নি, ভার্চুয়াল জগতে পোকেমন গো খেলে ধরা খেয়েছেন তিনি।
রিওতে আসার পর ২০১২ সালের স্বর্ণজয়ী এ জিমন্যাস্ট পোকেমন গো ডাউনলোড করেন। তবে এ জন্য ডেটা চার্জ হয় পাঁচ লাখ ইয়েন (৩ হাজার ৭০০ পাউন্ড)।
বিশাল এ বিল দেখে তার মাথা খারাপ হওয়ার জোগার হয়। ওই দিন রাতের খাবারটাও তার মাটি হয় বলে জানান দলের অন্য খেলােয়াড়রা।
শেষ পর্যন্ত অবশ্য তাকে এত বড় বিল দিতে হয়নি। মোবাইল কোম্পানি অলিম্পিক জয়ী এ জিমন্যাস্টের বিল দৈনিক পাঁচ লাখ ইয়েনের পরিবর্তে তিন হাজার ইয়েন (৫০ ডলার) করে দেয়।
রিওতে আসার পর কৌতুহল বশত এ সময়ের জনপ্রিয় গেইম পোকেমন গো ডাউনলোড করেন ২৭ বছরের উচিমুরা।
এ গেইমে এতটাই আসক্ত হয়ে পড়েন যে দীর্ঘ সময় তিনি নেটে কাটান। তার ফোন আন্তর্জাতিক রোমিং থাকার ফলে বিপুল ডেটা ব্যয় হয় বলে খবর প্রকাশ করে জাপানি সংবাদ সঙস্থা কোয়ডো ।
তবে ফোনের বিল না আসলে তার টনক নড়ত না । বিলের খবর জানার পর তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল বলে জানান এক খেলোয়াড়।
উচিমুরা আন্তর্জাতিকর রেট ও ফ্লাটরেটের বিষয়টি বুঝতে পারেননি বলে স্বীকার করেন। স্বর্ণজয়ী এ অ্যাথলেটের সম্মানে পরে তার ফোন কোম্পানি ফ্ল্যাট রেটে বিল ধার্য করে।