আজকের বাংলা তারিখ
  • আজ শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, রাত ৮:০০

অ্যান্ড্রয়েডেই চলবে উইন্ডোজ অ্যাপ

লিনাক্সে উইন্ডোজের জন্য তৈরি সফটওয়্যার চালানোর জন্য অনেক ব্যবহারকারী ওয়াইন ব্যবহার করেন।

উইন্ডোজ সিস্টেমের কিছু অংশ উন্মুক্ত সফটওয়্যারের মাধ্যমে তৈরি করে সফটওয়্যার চালানোর এ পন্থাটি প্রতিদিন উন্নত হচ্ছে। দীর্ঘদিন ধরে সফটওয়্যারটি অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করতে কাজ করছিলেন ডেভেলাপাররা, এবার তার একটি সংস্করণ কাজ করা শুরু করেছে।

আপাতত খুব অল্প সংখ্যক অ্যান্ড্রয়েড ডিভাইসেই ওয়াইন ইন্সটল করে চালানো যাবে। বিশেষত যারা ওরিও চালাচ্ছেন তাদের ডিভাইসে একেবারেই কাজ করবে না।

তবে অল্পসংখ্যক ডিভাইসে কাজ করাও কম পাওয়া নয়। কেননা ধীরে ধীরে এর বাগ দূর করা গেলে অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটেই উইন্ডোজের প্রয়োজনীয় অ্যাপগুলো ব্যবহার করা যাবে। বিশেষত প্রফেশনাল কাজের জন্য অ্যান্ড্রয়েডে আজও তুমুল অ্যাপ ঘাটতি রয়েছে।

অ্যান্ড্রয়েড ডিভাইস ছাড়াও, অ্যাপটি হালের ক্রোমবুকগুলোতে ইন্সটল করা যাবে। সে ক্ষেত্রে এটি কেমন পারফরমেন্স দেবে তা না জানা গেলেও, এর মাধ্যমে ক্রোমবুকে উইন্ডোজ অ্যাপ ব্যবহার করা গেলে আরও ব্যবহারকারীরা ক্রোমবুক কেনার প্রতি উদ্বুদ্ধ হবেন। বেশীরভাগ ক্রোমবুক ক্ষমতায় উইন্ডোজ ল্যাপটপের চেয়ে পিছিয়ে না থাকলেও সফটওয়্যারের দিক থেকে রয়েছে পিছিয়ে।তবে ওয়াইন ইন্সটল করে চালানো গেলেও সব অ্যাপ অ্যান্ড্রয়েডে চলবে তা নয়। বেশীরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইস এআরএম প্রসেসরে তৈরি, ফলে শুধুমাত্র উইন্ডোজ ইউনিভার্সাল অ্যাপ ও উইন্ডোজের যেসকল অ্যাপ এর আগে উইন্ডোজ আরটি বা এআরএম এর জন্য তৈরি করা হয়েছিল শুধু সেগুলোই এআরএম ডিভাইসে চলবে।

ডেস্কটপ ও ল্যাপটপের জন্য তৈরি সফটওয়্যার এক্স৮৬ বা এক্স৬৪ প্রসেসরের জন্য তৈরি হওয়ায় সেগুলো একমাত্র ইন্টেল অথবা এএমডি প্রসেসর চালিত অ্যান্ড্রয়েড ডিভাইসে ওয়াইন ইন্সটল করে চালানো যাবে। এর মধ্যে রয়েছে আসুসের কিছু ফোন, ট্যাবলেট ও প্রচুর ক্রোমবুক।

সময়ই বলে দেবে ওয়াইন শেষ পর্যন্ত অ্যান্ড্রয়েডে উইন্ডোজ অ্যাপ চালাতে ফলপ্রসূ হয় কি না।

 

MY SOFT IT Wordpress Plugin Development

Covid 19 latest update

# Cases Deaths Recovered
World 0 0 0
Bangladesh 0 0 0
Data Source: worldometers.info

Related News

বাড়িতে কাজ করে বেতন পাবেন ফেসবুক মডারেটররা

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের থার্ড পার্টি কনটেন্ট মডারেটররা বাড়িতে বসে কাজের জন্যও অর্থ পাবেন। ...

বিস্তারিত

রিয়েলমি ৫আই হ্যান্ডসেট বাজারে

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে রিয়েলমি ৫আই হ্যান্ডসেট। ফোনটির কোয়াড ক্যামেরার ...

বিস্তারিত

নতুন আইপ্যাড আনল অ্যাপল

গত বুধবার নতুন আইপ্যাড প্রো এবং কি-বোর্ড বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। পাওয়া যাবে ১১ ও ১২ দশমিক ৯ ইঞ্চির দুটি ...

বিস্তারিত

হোয়াটসঅ্যাপে আসছে পাঠানো বার্তা মুছে ফেলার সুবিধা

কোনো বার্তা নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়ে তা মুছে দেওয়ার সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে। বার্তা আদান-প্রদান করার ...

বিস্তারিত
%d bloggers like this: