জুলাই মাস অ্যাপলের জন্য সৌভাগ্যের বটে। কিছুদিন আগে অ্যাপ ডাউনলোডে সর্বোচ্চ রেকর্ড করার ঘোষনা দেওয়া হয়। এবার আরেকটি নতুন রেকর্ডের ঘোষনা দিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।
বৃহস্পতিবার টিম কুক তার টুইটারে জানান, জুলাইয়ে অ্যাপলের অ্যাপ স্টোর সবচেয়ে বেশি আয় করেছে এবং এক মাসে ডেভেলপারদের সর্বোচ্চ পরিমাণ অর্থ দেওয়ার রেকর্ডও হয়েছে। তিনি জানান, অ্যাপ স্টোরের ডেভেলপাররা জুলাই মাসে ৫০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।
তবে কুক এই নতুন রেকর্ডের পিছনের কাহিনী বা কারণ বিস্তারিতভাবে জানাননি। কিন্তু বাজার বিশ্লেষকরা মনে করছেন অ্যাপ স্টোরের এই রেকর্ডের পিছনে রয়েছে দ্রুত জনপ্রিয় হওয়া গেইম পোকেমন গো।
গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ এনির মতে, পোকেমন গো প্রতিদিন আইওএস এবং অ্যান্ড্রয়েডে ১০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করছে। জুলাইয়ের প্রথমদিকে প্রকাশ পাওয়া এই গেইম ইতিমধ্যেই ১০০ মিলিয়নের অধিকবার বিভিন্ন ডিভাইসে ইনস্টল হয়েছে।