গত সপ্তাহে বাজারে আসা আইওএস অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ (আইওএস ১২.১.২) ইনস্টল করলেই মোবাইল ফোনের ডাটা কানেক্টিভিটি অকার্যকর হয়ে যাচ্ছে। ফলে ইন্টারনেট সংযোগ না পাওয়ার পাশাপাশি আইফোন থেকে অন্য ডিভাইসে তথ্যও পাঠানো যাচ্ছে না। নতুন সংস্করণে কারিগরি ত্রুটি থাকার তথ্য প্রথমে নজরে আনেন বেশ কিছু টুইটার ব্যবহারকারী। এ বিষয়ে অ্যাপলের কাছে অভিযোগও জানিয়েছেন তাঁরা। তবে ঠিক কী কারণে আইফোনের ডাটা কানেক্টিভিটিতে সমস্যা হচ্ছে, সে বিষয়ে কোনো মন্তব্য না করলেও শিগগিরই বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আইফোনের ক্যামেরার কারিগরি ত্রুটি সারাতে ‘আইওএস ১২.১’ উন্মুক্ত করে অ্যাপল। ‘আইফোনএক্স’ এবং ‘আইফোনএক্সআর’ মডেলের সামনের ক্যামেরায় তোলা ছবিতে থাকা ব্যক্তিদের চামড়া স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনের তুলনায় বেশি মসৃণ করে দেয়।