আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের আর মাত্র ১৩ দিন বাকি। সম্মেলন প্রস্তুতি জোরেসোরে এগিয়ে চলছে। সম্মেলন উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটি প্রতিদিনই আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক বৈঠক করছে। সম্মেলন প্রস্তুতির সার্বিক খোঁজখবর নিতে আগামী বুধবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্মেলন সফল করতে গঠিত ১১ উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। এছাড়া দলের জাতীয় কমিটির সভা হবে আগামী ১৫ অক্টোবর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের সফল করার লক্ষ্যে গঠিত দলের অভ্যর্থনা উপ-কমিটির এক বৈঠক আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব ডা. দীপু মনি এমপি অনুরোধ জানিয়েছেন।
অপরদিকে সম্মেলনকে সফল করার লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর বেলা ১১টায় ধানমন্ডিস্থ ৩/এ প্রিয়াকা কমিউনিটি সেন্টারে দপ্তর উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দপ্তর উপ-কমিটির আহ্বায়ক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দপ্তর উপ-কমিটির সদস্য সচিব ড. আবদুস সোবহান গোলাপ অনুরোধ জানিয়েছেন।