আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা হারাচ্ছে টুইটার
জ্যাক ডরসির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেয়ার পরও সুদিনের দেখা পায়নি ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটার। গত সাত-আট মাসে নানা উদ্যোগের বাস্তবায়ন ও সেবা যোগ করা হলেও উল্লেখযোগ্য হারে ব্যবহারকারী পায়নি সাইটটি। বার্ষিক আয়ের পরিমাণওটা সন্তোষজনক নয়, আর এ কারণে বিনিয়োগকারীদের প্রসারও অব্যাহত রয়েছে।
এই টালমাটাল অবস্থায় আবার একের পর এক ঊর্ধ্বতন কর্মকর্তা হারাচ্ছে প্রতিষ্ঠানটি। এই কিছুদিন আগেই এর যোগাযোগ বিভাগের ভাইস-প্রেসিডেন্ট নাটালি কেরিস চাকরি ছাড়েন। এবার এই তালিকায় নাম লেখালেন জিম প্রসার।
জিম প্রসার টুইটারের রেভিনিউ অ্যান্ড পলিসি কমিউনিকেশনের হেড অফ কর্পোরেট হিসেবে বিগত চার বছর কাজ করেছেন। এবার টুইটার ছেড়ে তিনি অনলাইন ঋণদাতা প্রতিষ্ঠান ‘সোফি’তে যোগ দিতে যাচ্ছেন।
এ ব্যাপারে এক টুইটে জিম জানিয়েছেন, টুইটারে চার বছর পার করে এবার সোফি’তে ভিপি অফ কমিউনিকেশন অ্যান্ড পলিসি হিসেবে যোগ দিতে যাচ্ছি।
দিন ছয় আগে টুইটার জানায়, গত তিন বছরের মধ্যে চলতি প্রান্তিকেই ব্যবসা বৃদ্ধিতে সবচেয়ে মন্থর গতির মধ্যে পড়েছে তারা।
টুইটারের দেয়া তথ্যমতে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে মাইক্রো-ব্লগিং প্রতিষ্ঠানটির আয় ২০ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬০ কোটি ২০ লাখ ডলারে, যেখানে গত বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় বৃদ্ধি পেয়েছিলো ৬১ শতাংশ।
তবে ব্যবসায়িক ক্ষতির বিবেচনায় গত বছরের প্রতি প্রান্তিকে ১৩ কোটি ৬০ লাখ ডলার থেকে ১০ কোটি ৭০ লাখ ডলারে নামিয়ে আনতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও মাসিক সচল ব্যবহারকারীর হিসেবে তিন শতাংশ বৃদ্ধির খবর জানায় প্রতিষ্ঠানটি। এ সংখ্যা ২০১৫ সালের ৩১ কোটি থেকে এ যাবত ৩০ লাখ বেড়েছে।
কিন্তু তা স্বত্বেও শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির স্টক মূল্য নয় শতাংশ পড়ে যায় বলে ওই সময় জানা যায়।
Like this:
Like Loading...