যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট ভেরিজন কমিউনিকেশনস ইয়াহুকে কেনার সঙ্গে সঙ্গে পুরাতন একটি যুগের শেষ হলো। হয়তো এটা দিয়েই ভেরিজন নতুন আরেকটি যুগের শুরু করবে।
ভেরিজন ইয়াহুকে কিনে নেয় ৪৮৩ কোটি মার্কিন ডলারে। ইয়াহু ছিল ইন্টারনেট যুগের অন্যতম পথিকৃৎ। প্রতিষ্ঠানটি এক সময় ব্যবহারকারীদের কাছে অনেক জনপ্রিয় ছিল। তবে বর্তমান সময়ের বাজারে প্রতিযোগিতায় টিকতে না পেরে শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি ভেরিজনের কাছে বিক্রি হলো।
ইন্টারনেট যুগের অন্যতম পথিকৃৎ ইয়াহু সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন-
১. ইয়াহু ১৯৯৪ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা জেরি ইয়াং এবং ডেভিড ফিলো এটি প্রতিষ্ঠা করনে।
২. ইয়াহু হলো কয়েকটি শব্দের আদ্যক্ষর নিয়ে গঠিত একটি শব্দ। এই তথ্য অনেকেই জানেন না। আবার জানলেও সেটা অনেকেই বিশ্বাস করতে চান না। ইয়াহু (Yahoo) শব্দটি এসেছে ইয়েট অ্যানাদার হায়ারারকিক্যাল অফিশিয়াস ওরাকল (Yet Another Hierarchical Officious Oracle) থেকে।
৩. ইয়াহুর নামের শেষে একটি বিস্ময়সূচক চিহ্ন রয়েছে। এর ব্যাখ্যা বেশিরভাগ মানুষের কাছেই নেই। বিভিন্ন প্রতিবেদনের তথ্যানুযায়ী, ইয়াং এবং ফিলো ইয়াহুর শেষে এই বিস্ময়সূচক চিহ্ন যুক্ত করার কারণ ইয়াহু নামে তখন আরও একটি প্রতিষ্ঠান ছিল। সেই ইয়াহুতে বারবিকিউ- এর সস বানানো হতো।
৪. মাইক্রোসফট ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে ইয়াহুকে কেনার জন্য প্রায় ৪৫ বিলিয়ন ডলার দাম দেওয়ার প্রস্তাব করেছিল। ইয়াহু সে প্রস্তাবে সাড়া দেয়নি। কিন্তু এখন ভেরিজনের কাছে ইয়াহু বিক্রয় হয়েছে মাত্র ৪ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে।
সে সময়ে অবশ্য দুটি প্রতিষ্ঠানই বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। গুগলের আধিপত্যে অনেকটাই অসহায় ছিল মাইক্রোসফট এবং ইয়াহু।