আজকের বাংলা তারিখ
  • আজ মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ ইং
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, দুপুর ১:১৯

ঈদ লড়াইয়ে নায়িকারা

ঈদুল ফিতর উপলক্ষে ছবি মুক্তি দেওয়ার জন্য চলছে তোড়জোড়। এফডিসি ও কাকরাইল পাড়ায় আকাশের মতোই রংবদল ঘটছে। কখনও মেঘ, কখনও রোদ্দুর! ছবি মুক্তি নিয়ে তৈরি হচ্ছে নানারকম শঙ্কা। ‘সম্রাট’, ‘শিকারী’, ‘বাদশা’ কে করবে বাজিমাত? অপু, শ্রাবন্তী আর নুসরাত ফারিয়া কে থাকছে বাজিমাত করা নায়িকা। পাশাপাশি শাকিব-তিশা’র মেন্টাল ছবির কথাও শোনা যাচ্ছে। যদিও ছবিটি নাম জটিলতায় কিছুটা অন্য আলোচনায়!

এদিকে প্রায় অনেক দিন ধরেই অপু বিশ্বাসের খোঁজ নেই। তবে এবারের ঈদে মুক্তি পাচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবিটি। এটি অপুর ক্যারিয়ারের ৮০ তম। অপু’র জন্য একটি বিষয়ই সবচেয়ে বড় ইতিবাচক দিক- তা হলো শাকিব -অপু জুটি ঈদে ছবি রিলিজ দিয়ে ফ্লপ হবার রেকর্ড একেবারেই কম। অন্যদিকে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে জুটি হয়ে ‘শিকারি’ সিনেমায় অভিনয় করেছেন। ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তি প্রতীক্ষিত এ সিনেমার প্রচারণায় বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করলেও আগে থেকেই বাংলাদেশের দর্শকমহলে রয়েছে তার জনপ্রিয়তা। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হওয়া ৪ মিনিট ৫৮ সেকেন্ডের একটি গানে শাকিব-শ্রাবন্তীর মৃদুমন্দ প্রেমের খুনসুটি চোখে পড়েছে লন্ডনের দৃষ্টিনন্দন বিভিন্ন লোকেশনে। শ্রাবন্তীকে ছাপিয়ে শাকিবের উপস্থিতি ছিলো নজরকাড়া, মেদ কমিয়ে হয়েছেন পুরোপুরি ঝরঝরে, চেহারাতেও এসেছে নান্দনিক পরিবর্তন। বোঝাই যাচ্ছে, এই ছবিতে শ্রাবন্তীর চেয়ে বেশি আলোচনায় থাকবেন অন্য এক শাকিব খান।

অন্যদিকে টলিউডের সুপারস্টার জিত্ সাথে ফেরদৌস ও রজতভ দত্তকে একসাথে পাচ্ছেন নুসরাত ফারিয়া। জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রশংসিত হয়েছে ছবিটি। ঈদ উল ফিতর উপলক্ষে ‘বাদশা’ ছবিটিই মূলত আমাদের শাকিব বনাম ওপারের জিত্ এর পরীক্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন যাদব ও আব্দুল আজিজ। এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

যদিও উপমহাদেশের কমার্শিয়াল ছবির হিসেবে যে কোনো সাফল্য পকেটে পুরেন নায়কেরাই। তবু নায়িকা হিসেবে স্ব স্ব ক্যারিয়ারের দৌড়ের নিশানা অনেকখানিই এগিয়ে রাখা যায় ঈদের ছবির সাফল্যে। এখন দেখার বিষয় সেই সাফল্য পালক কার কপালে ছুঁয়ে যায়!

MY SOFT IT Wordpress Plugin Development

Covid 19 latest update

# Cases Deaths Recovered
World 0 0 0
Bangladesh 0 0 0
Data Source: worldometers.info

Related News

সানির ব্যাটারি বিপ্লব

সানি সানওয়ার কাজ করেন নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে। স্বপ্ন দেখেন কার্বন নিঃসরণমুক্ত বিদ্যুৎ–ব্যবস্থার। ...

বিস্তারিত

অনলাইনে ব্যবসা করতে চান?

ধরুন আপনার অসাধারণ কিছু প্রোডাক্ট আছে। খুব সুন্দর করে কন্টেন্ট তৈরী করে নিজের ওয়েবসাইট সাজিয়েছেন। পণ্যের ছবি ...

বিস্তারিত

হলোগ্রাফি এবং পদার্থবিজ্ঞানের মেসি

আজকে যে বিষয়টা দিয়ে আলোচনা শুরু করতে চাই, সেই ধারণাটার জন্ম স্ট্রিং তত্ত্ব থেকে। কিন্তু মজার ব্যাপার হলো, এর ...

বিস্তারিত

ফেসবুক ছাড়ার বার্ষিক গড় মূল্য ১ হাজার ডলার

ফেসবুক ব্যবহারের কারণে মানসিক স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি প্রায় সবাই জানেন। এর সঙ্গে ব্যক্তিগত তথ্যের ...

বিস্তারিত