ঈদ চলে এসেছে। এখনি চাই যত্নআত্তি। ঈদের দিনে ঘোরাঘুরি ও ঈদজুড়ে বন্ধুদের সাথে মজার করে হৈ-হুল্লোর করতে চান সবাই। তাই শুরু করে দিন রূপচর্চা। আর ছেলেরা বেশিরভাগ সময় নিজেদের সাজগোজ নিয়ে একটু বেশিই বেখেয়াল হন। তাই দরকার সহজ সমাধান।
আসুন জেনে নিনে কিছু টিপস –
১। হাইজেন:
নিজের হাইজেনের দিকে নজর রাখুন। নিয়মিত গোসন, ব্রাশ, শেভ যেন হয়। তাহলে আপনার নিজের কাছেই অনেক ভালো লাগবে আপনার।
২। পোশাক আশাক:
এই আয়োজনের মৌসুমে আপনার নিজের দিকে আরো বেশি নজর রাখা উচিত। পোশাক যেমনই হোক সেটা যেন আপনার সাথে মানানসই হয় সেদিকে খেয়াল রাখুন। কারো পছন্দ শার্ট আবার কেউবা পছন্দ করেন পাঞ্জাবী পরতে। তবে নিজের জন্য যেটিই কিনুন না কেন সেটা যেন আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই হয় সেদিকে খেয়াল রাখুন।
৩। চুল:
এই সময়েই চুল কেটে নিতে পারেন। আর ঈদ আসতে এখনও বেশ কিছুদিন সময় আছে হাতে। তাহলে এখনই পার্লারে গিয়ে চুলগুলো কাটিয়ে নিলে সময় আসতে আসতে চুলগুলো ঠিকঠাক শেপে চলে আসবে। তাই সেটা করে ফেলুন।
৪। মানানসই জুতা:
সবই ঠিকঠাক কিনলেন কিন্তু পায়ের অবস্থা ধ্বজভঙ্গ তাহলে কি চলবে। তাই পায়ের জন্য মানানসই জুতা কিনে নিন নিজের জন্য সেটা আপনার সৌন্দর্য আরো বাড়িয়ে দেবে বৈকি।