এবার যুক্তরাজ্যের ছায়ামন্ত্রী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক
টিউলিপ সিদ্দিকের পরে যুক্তরাজ্যের ছায়ামন্ত্রী হিসেবে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হকের নাম ঘোষণা করা হয়েছে। বিরোধী লেবার পাটির জেরেমি করবিনের মন্ত্রিপরিষদে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার পাবনায় জন্ম নেয়া রূপা হকের নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি কিংস্টন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত। ইলিং সেন্ট্রাল অ্যান্ড এক্টন এলাকা থেকে ২২ হাজার ২ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। তার জয়ের মাধ্যমে ইলিং অ্যান্ড অ্যাক্টন এলাকা পুনরুদ্ধার করে লেবার পার্টি।