দেশের বাজারে এমআই ৮ সিরিজের নতুন স্মার্টফোন এমআই ৮ লাইট এনেছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। ক্যামেরাকে প্রাধান্য নিয়ে বাজারে আনা স্মার্টফোনটির সামনে ২৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৫৭৬ সেন্সর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির পেছনে রয়েছে গ্লাস প্যানেল।
শাওমি ইন্ডিয়ার ওভারসিজ এক্সপানশন বিভাগের প্রধান সংকেত আগারওয়াল বলেন, বাংলাদেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ এমআই ৮ লাইট আনল শাওমি। এতে দারুণ সেলফি ক্যামেরা ও কোয়ালকম স্নাপড্রাগন ৬৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ সম্ভাবনাময় বাজারের কথা চিন্তা করে নতুন প্রযুক্তির স্মার্টফোন আনতে কাজ করছে শাওমি।
শাওমির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাড়ে সাত মিলিমিটার পুরুত্বের এমআই ৮ লাইট ফোনে ৬ দশমিক ২৬ ইঞ্চি মাপের এলসিডি ফুল স্ক্রিন ডিসপ্লে রয়েছে। ফোনটির পেছনে সনি আইএমএক্স ৩৬৩ এআই ডুয়েল ক্যামেরা, এআই ফিচারের হাই পারফরমেন্ট ক্যামেরা হার্ডওয়্যার, কোয়ালকম কিরিও আর্কিটেকচার, কেয়ালকম অ্যাড্রিনো ৫১২ জিপিইউ এবং ৪ জিবি এলপিডিডিআর ৪ এক্স র্যাম ও ৩ হাজার ৩৫০ অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির দাম ২৪ হাজার ৯৯৯ টাকা।