কানেক্টিং স্টার্টআপস শীর্ষ দশের নাম ঘোষণা বুধবার
দেশে উদ্ভাবনী ও আন্তর্জাতিকমানের উদ্যোগ তৈরির লক্ষ্যে আয়োজিত জাতীয় প্রতিযোগিতা ‘কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ’ এর শীর্ষ দশের নাম ঘোষণা করা হবে বুধবার।
একই সঙ্গে শীর্ষ ১০ উদ্যোগকে কারওয়ান বাজারের জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে বাংলালিংকের ইনকিউবেশন সেন্টারে এক বছরের জন্য বিনামূ্ল্যে তাদের উদ্যোগকে সামনে নিতে জায়গা বরাদ্দ করা হবে।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি থেকে বুধবার বিজয়ীদের হাতে পুরস্কার দেবেন।
গত শনিবার ধানণ্ডির মাইডাস সেন্টারে প্রতিযোগিতাটির সর্বশেষ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সেখানে ‘গ্রোথ স্টেজ’ ও ‘আইডিয়া স্টেজ’ ক্যাটাগরি থেকে নির্বাচিত ২৫টি করে মোট ৫০টি উদ্যোগ বিচারকদের সামনে তুলে ধরেন প্রতিযোগীরা।
আয়োজক প্রতিনিধি ও তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিচারক কমিটি প্রতিটি উদ্যোগ দেখেন ও বিবেচনা করেন। সেখান থেকেই চূড়ান্ত ১০ উদ্যোগ নির্বাচন করবেন।
নির্বাচিত শীর্ষ ১০ উদ্যোগ জায়গা পেলেও অন্য অর্ধশত উদ্যোগ অগ্রাধিকার ভিত্তিতে এই ডিজিটাল ইনকিবিউশন সেন্টারে বিভিন্ন সুবিধাসহ তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পন্ন করার জন্য জায়গা বরাদ্ধ নিতে পারবে।
যেখানে উচ্চগতির ইন্টারনেট, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, বড় কনফারেন্স রুম ব্যবহারের সুবিধাসহ তাদের আর্থিক বিনিয়োগের মাধ্যমে উদ্যোগটি যাতে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে তার ব্যবস্থা করা হবে। এছাড়া স্টার্টআপগুলোকে নিয়ে পরবর্তীতে বছরব্যাপী কার্যক্রম গ্রহণ করা হবে।
সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, বেসিস, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) যৌথভাবে কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজন করেছে।
আয়োজনে ইনকিউবেশন ও টেলিকম পার্টনার হিসেবে বাংলালিংক এবং অন্যান্য সহযোগী হিসেবে রয়েছে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, গ্যাপ এবং কিজকি।
Like this:
Like Loading...