এবার দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলায় ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’ বা সিআরপিএফ এর টহলরত একটি দলের ওপর গ্রেনেড হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে মারা গেছেন ভারতের ২ সেনা সদস্য এবং আহত হয়েছেন ৮ সাধারণ নাগরিক।
সোপিয়ানের বন বাজার এলাকায় টহলরত সিআরপিএফ জাওয়ানদের দিকে একটি হাত বোমা ছুঁড়ে মারলে হতাহতের এই ঘটনা ঘটে, জানিয়েছে ডেক্কান ক্রনিক্যাল।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ৩ নারীসহ ৮ নাগরিক আহত এবং দুই সিআরপিএফ জাওয়ান নিহত হয়েছেন।
আহতদের সরকারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের প্রায় সবারই শরীরের নানা অংশ মারাত্মকভাবে ঝলসে গেছে।
এই ঘটনায় জড়িতদের ধরতে তল্লাশি শুরু করেছে সিআরপিএফ ও পুলিশ বাহিনী।
সোমবার ভোরে কাশ্মিরের পাম্পোরে এক সরকারি বহুতলে ঢুকে পড়ে একদল জঙ্গি। তাদের বের করে আনতে চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনা। এর মধ্যেই সোপিয়ানে এই হামলা হল।