বাংলাদেশ কৃষি ব্যাংক, দারিদ্র বিমোচনে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে সংশ্লিষ্ট ও সাধারণের প্রয়োজনীয় তথ্য-উপাত্তই থাকার কথা ওয়েবসাইটে। তবে দেখলে অবাক হতে হবে যে, সাইটটিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নাতনির ছবি প্রকাশ করে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।
বুধবার সাইটটিতে ভিজিট করে দেখা যায়, হোম পেইজের ডান পাশে ‘বিকেবি নিউজ’ হিসেবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফের নাতনি হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। সেখানে ব্যাংক সংশ্লিষ্ট অন্য কোনো সংবাদ স্থান পায়নি।
লিংকটিতে ক্লিক করলে বিস্তারিত দেখা যাচ্ছে। সেখানে থাকা তথ্যমতে নিউজটি গত ১৭ মে প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এটি ওয়েবসাইটে ঠাই পাবে।
পেইজটিতে লিংক আকারে আলাদাভাবে ছবি ও আরেকটিতে ছবিসহ একটি পিডিএফ ফাইল আপলোড করা হয়েছে। যেখানে ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফ তার নাতনি জন্ম নেওয়ার সুখবর সবাইকে জানিয়েছেন। পাশাপাশি তার স্বাস্থ্য, লেখাপড়াসহ যাতে মানবতার সেবায় কাজ করতে পারে তার জন্য দোয়া চেয়েছেন।
হোমপেইজের বামপাশে নিচের দিকে ইমেজ গ্যালারিতে প্রথমেই নাতনির ছবিটি প্রকাশ করা হয়েছে। ফলে একে সরকারি ওয়েবসাইট না ভেবে অনেকেই শিশুদের ওয়েবসাইট ভাবলেও ভুল হবে না।
থিমওনল্যাবের হেড অব আইডিয়া সাজ্জাদ হোসেইন অলি বিষয়টি ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরে প্রশ্ন করেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ব্যাক্তিগত জিনিস থাকা কতটা যুক্তিযুক্ত?
এ বিষয়ে মতামত নিতে কৃষি ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া টেলিফোন নম্বরে কল করলেও কেউ রিসিভ করেননি।