ক্রোম অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপ বা ট্যাবলেট কম্পিউটারের নিরাপত্তায় ‘ইউএসবি গার্ড’ ফিচার চালু করছে গুগল। ফিচারটি চালু হলে ডিভাইসের স্ক্রিন লক হলেই স্বয়ংক্রিয়ভাবে ইউএসবি পোর্ট সাময়িকভাবে অকার্যকর হয়ে যাবে। স্ক্রিন চালু করলে আবার ব্যবহার করা যাবে ইউএসবি পোর্ট। ফলে ব্যবহারকারীদের অগোচরে কোনো ব্যক্তি ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারে পেনড্রাইভ বা অন্য কোনো ডিভাইস যুক্ত করে ক্ষতিকর কোড প্রবেশ করাতে পারবে না। শুধু তা-ই নয়, স্ক্রিন লক থাকা অবস্থায় ইউএসবি পোর্টে যুক্ত ডিভাইসের কোনো তথ্যও ব্যবহার করতে পারবে না ক্রোম অপারেটিং সিস্টেম। পর্যায়ক্রমে ক্রোম অপারেটিং সিস্টেমের সব সংস্করণে এ সুবিধা মিলবে। এর আগে ব্যবহারকারীদের স্বচ্ছন্দে ও নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে মানহীন বিজ্ঞাপনযুক্ত ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুবিধা চালু করে ক্রোম ব্রাউজার।