‘গণতন্ত্রকে গণতান্ত্রিক পন্থায় চলতে দিন’
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘যারা ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থে হাওয়া ভবন তৈরি করে তাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব নয়।’
শুক্রবার শেরপুরের নালিতাবাড়ীর গোজাকুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গরীব দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভিজিএফ চাল ও ঈদ সামগ্রী বিতরণ কালে তিনি এ সব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘ওনার মনে কোন রহম পয়দা হয়নি। কোনো দিন হবেও না। দেশের যা কিছু আছে সবকিছু ওনার ছেলেরা খাবে, হাওয়া ভবন, খাওয়া ভবন আর শোয়ার ভবন বানাবেন এটাই ছিল তাঁদের দেশ শাসনের নমুনা।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকলে দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়না, তাদের কোন উপকার হয়না। পক্ষান্তরে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নতি হয়। শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়, উপবৃত্তি পায়।’
এ সময়ে প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াইল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে পরে বেগম মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে পবিত্র রমযান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফ চাল, খেজুর, শাড়ী, শিক্ষার্থীদের মাঝে থ্রিপিস বিতরণ করেন।
কৃষিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলার ৮ ইউনিয়নে ১২ হাজার ৬০০ মানুষকে ২০ কেজি করে চাল, প্রতি ইউনিয়নে ৩০টি করে শাড়ী, ৫৪টি বিদ্যালয়ের ৫৪০জন ছাত্রীকে ১টি করে থ্রিপিস এবং প্রতি ইউনিয়নের ১২৫ জন যুবককে ১টি করে টি-শার্ট ও পায়জামা প্রদান করেন।
Like this:
Like Loading...