নিয়মিত টুইটার ব্যবহারকারীরা টুইটারের আগে থেকে নির্ধারিত প্রোফাইল ফটো হিসেবে ডিম্বাকৃতির এক ছবি দেখেই অভ্যস্ত। কেউ নিজের ছবি প্রোফাইলে যুক্ত করলে তার আকৃতিও এই ডিম্বাকৃতি হয়ে যেত। যেকোনো নোটিফিকেশনে এই ডিম্বাকৃতির ছবিই সব সময় চোখে বাঁধত। ছবি দেখে মনে হতো যেন একটি রোগাক্রান্ত ‘ডিম’ তাকিয়ে হাসছে। এ নিয়ে হাসাহাসিও কম হয়নি। একেবারে অট্টহাসি যাকে বলে। হয়তো এই ঠাট্টা আমলে নিয়েই ২০১০ সাল থেকে প্রোফাইল ছবি থেকে ডিম্বাকৃতি সরিয়ে নেওয়া হয়। সম্প্রতি টুইটার অবশ্য তাদের ডিফল্ট প্রোফাইল ছবি থেকেও ডিম্বাকৃতির পুরোনো ছবির পরিবর্তে এখন ‘মাথা ও কাঁধের’ অবয়ব ব্যবহার করছে।
আর এতে টুইটারের ডিফল্ট প্রোফাইল ছবিতে এখন একটু হলেও মনুষ্য রূপ এসেছে। এখন আর এটিকে দেখে অন্তত সকালবেলার নাশতার উপকরণ মনে হবে না। আপাতদৃষ্টিতে অনেকে নতুন এই ব্যবস্থাকেও খুবই অস্থায়ী বলে মনে করছেন।