তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের নিয়ে সম্মেলন জানুয়ারিতে
অনলাইন পেশাজীবী ও উদ্যোক্তাদের নিয়ে দেশে ‘আনলিমিট কনফারেন্স’ র্শীষক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে জানুয়ারিতে। এতে অভিজ্ঞ আইটি পেশাজীবীরা তাদের সফলতার নানা দিক তুলে ধরবেন।
নতুন বছরের জানুয়ারির ৭ ও ৮ তারিখ রাজধানী গুলশানে এক হোটেলে দুই দিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সম্মেলনে অভিজ্ঞ তথ্যপ্রযুক্তি পেশাজীবীরা তাদের সফলতার নানা দিক তুলে ধরবেন। এছাড়া প্রতিদিন থাকবে দুটি সেশন। যেখানে মোট ১২ জন স্পিকার অভিজ্ঞতা বিনিময় করবেন এবং থাকবে চারটি প্যানেল ডিসকাশন। আরও থাকবে আইডিয়া শেয়ারিং সেশন।
আয়োজকদের পক্ষ থেকে এক্সপোনেন্ট প্রধান নিবার্হী ও বেসিস ডিজিটাল মার্কেটিং স্টান্ডিং কমিটির চেয়ারম্যান এবং সম্মেলনের আহ্বায়ক আবুল কাশেম জানান, প্রফেশনালি কিংবা ব্যবসা নিয়ে পরের ধাপে যেতে হলে নতুন আইডিয়া, তথ্য কিংবা পরামর্শ দরকার হয়। আইডিয়া শেয়ার, সম্পর্ক তৈরি ও অনুপ্রেরণার জন্য অনলাইন প্রফেশনাল ও এন্ট্রাপ্রেনিয়ারদের জন্য এই কনফারেন্সের আয়োজন।তিনি আরো বলেন, এই কনফারেন্সের মাধ্যমে আরো ভালো করার জন্য একদিকে আইডিয়া পাওয়া যাবে এবং ইন্ডাস্ট্রিরও স্কিল ট্রেন্ড সম্পর্কে জানা যাবে। একে অপরের সঙ্গে মতবিনিময় হবে।এই সম্মেলনে অংশগ্রহণ করতে আগে থেকেই নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ তারিখ ২৫ ডিসেম্বর। নিবন্ধনের ঠিকানা। ইভেন্টের ফেইসবুক পেইজ থেকে বিস্তারিত জানা যাবে।