নজর রাখুন ট্রেন্ডে, ভারতের মোবাইলের বাজার দখল করবে XIAOMI
নয়াদিল্লি: ভারতের বাজার দখল করে থাকা মোবাইল ফোন কোম্পানিগুলির জন্য সুখবর৷ আগামী বছর মোবাইল ফোন বিক্রির সংখ্যা সর্বাধিক বৃদ্ধি পাবে৷ একটি সমীক্ষা জানিয়েছে, ২০১৯ এ ৩০২ মিলিয়ন মোবাইল হ্যান্ডসেট বিক্রি হবে৷ এর মধ্যে যেমন রয়েছে স্মার্ট ফিচার ফোন তেমনই রয়েছে শুধু ফিচার ফোনও৷
ভারতে স্মার্টফোন বিক্রির সংখ্যা এমনিতেই বেশি৷ বিভিন্ন সোশ্যাল মিডিয়া, নেটওর্য়াকিং সাইট ও অনলাইন সাইটের দৌলতে স্মার্টফোনের কদর আরও বেড়েছে৷ মঙ্গলবার টেকনোলজি রিসার্চ কনসাল্টিং ফার্ম টেকআর্ক তাদের প্রকাশিত সমীক্ষায় জানিয়েছে, মোবাইল হ্যান্ডসেট বিক্রির নিরিখে ২০১৯ সালটি সেরা হতে চলেছে৷ এক বছরে এত পরিমাণ মোবাইল হ্যান্ডসেট বিক্রির নজির নেই৷ সমীক্ষায় বলা হয়েছে আগামী বছর ৩০২ মিলিয়ন মোবাইল হ্যান্ডসেট বিক্রি হবে৷ যার ৫০ শতাংশই স্মার্টফোন৷
৩০২ মিলিয়ন মোবাইল হ্যান্ডসেটের মধ্যে ১৪৯ মিলিয়ন অর্থাৎ ৪৯.৩ শতাংশ হল স্মার্টফোন৷ ৫৫ মিলিয়ন (১৮.২ শতাংশ) হবে স্মার্ট ফিচার ফোন৷ বাকি ৯৮ মিলিয়ন ফিচারফোন বিক্রি হবে৷ কেন ২০১৯ সাল মোবাইল ফোন কোম্পানিগুলির কাছে পৌষমাস? সমীক্ষায় বলা হয়েছে, আগামী বছর হল রিপ্লেসমেন্ট সাইকেল৷ অর্থাৎ ২০১৫ থেকে ২০১৭র মধ্যে যারা ফোরজি মোবাইল ফোন কিনেছিলেন তাদের একটা বড় অংশ সেই ফোন বদলাবেন৷ ফলে মোবাইলফোন সেক্টরে বড় পরিবর্তনের আশা করাই যায়৷