বন্ধুদের বিনিময় করা সর্বশেষ পোস্ট ব্যবহারকারীদের জানান দিতে নিজেদের অ্যালগরিদমে বড় ধরনের পরিবর্তন করে কালানুক্রমিক টাইমলাইন পদ্ধতি চালু করেছে টুইটার। এ সুবিধা চালুর ফলে বন্ধুদের বিনিময় করা হালনাগাদ পোস্ট সবার আগে প্রদর্শন করা হবে। বর্তমানে ব্যবহারকারীদের আগ্রহকে প্রাধান্য দিতে নতুন পোস্টের বদলে ‘প্রাসঙ্গিক’ পোস্টগুলো আগে প্রদর্শন করা হয় মাইক্রোব্লগিং সাইটটিতে। এতে অনেক সময় এক বা দুই দিনের পুরনো পোস্টও সবার আগে দেখতে বাধ্য হয় ব্যবহারকারীরা। এ বিষয়ে ক্ষোভও প্রকাশ করে অনেকে। আর ব্যবহারকারীদের মতামতকে প্রাধান্য দিতেই এ উদ্যোগ। প্রাথমিকভাবে আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে এই সুযোগ মিলবে।