বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দলটির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে জেলা শহর মাইজদীতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মিছিল করে।
বিএনপির নেতা কর্মীরা জেলা জজ আদালত সড়কে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কের উদ্দ্যেশে রওনা হলে পুলিশি বাধার সম্মুখীন হয়। এসময় তারা শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ। বক্তব্য রাখেন-সদর উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের।
বক্তারা পুলিশি বাধার তীব্র নিন্দা করে তারেক রহমানের বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা তুলে নেয়ার জন্য এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুলিয়া প্রত্যাহার করার দাবি জানান।
এ বিষয়ে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে শহরে মিছিল করতে দেয়া হয়নি।