ফেসবুকে নানা ভুতুড়ে কাণ্ড, আসছে অদ্ভূত সব মেসেজ। জেনে নিয়ে বিপদ এড়ান
ভারতের বিভিন্ন ফেসবুক ব্যবহারকারীকেও নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। কারও কারও পেজ খুলতে গেলে ফেসবুকের পক্ষে বলা হয়েছে, অ্যাকাউন্ট ভেরিফাই করা যাচ্ছে না। এই সমস্যা কোনও ভৌগলিক গণ্ডির মধ্যে হয়নি। লক্ষ লক্ষ ফেসবুক ব্যবহারকারী নানা রকম সমস্যার মুখে পড়েছেন।
ফেসবুকে গত সপ্তাহটিতে দু’দুবার এই রকম সব ভূতুড়ে কাণ্ড ঘটেছে। পরে ফেসবুক কর্তৃপক্ষ সেটা মেনেও নিয়েছে। বলা হয়েছে, কিছু সমস্যা তৈরি হয়েছিল। কিছু সন্দেহজনক অ্যাকাউন্ট মালিককে অ্যালার্ট পাঠানো হয়েছিল। সেই সঙ্গে আরও অনেকের কাছে সেই বার্তা চলে যায়।
শনিবারের আগে বুধবারেও ফেসবুকে ভূতুড়ে বার্তা পান অনেকে। সে দিন, অনেকেই নিউজ ফিড স্ক্রল করতে পারেননি। চেষ্টা করলেই বলা হয়েছে, ‘ইউ উইল হ্যাভ মোর স্টোরিজ ইন নিউজ ফিড ইফ ইউ অ্যাড মোর ফ্রেন্ডস।’ যদিও এমন অ্যালার্ট ফেসবুকের তরফে দেওয়ার কথা নয়।