এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে একটি মজার খাবারের রেসিপি। এটি অনেক মজার একটি খাবার। দেখতেও যেমন দারুন খেতেও তেমনি। দেখে নিন বরফি এর রেসিপি।
উপকরণ :
১. ২৫০ গ্রাম গুঁড়া দুধ,
২. ৩০০ মিলি গ্রাম ক্রিম,
৩. ৪ কাপ চিনি,
৪. কাজু বাদাম কুচি,
৫. এলাচি গুঁড়া,
৬. পেস্তা বাদাম কুচি।
প্রণালি :
> একটি পাত্রে গুঁড়া দুধ, ক্রিম, চিনি ভাল করে মিশিয়ে নিন।
> এমনভাবে মিশিয়ে নিবেন চিনির দানা যাতে ভাল ভাবে মিশে যায়।
> মিশ্রণটি এখন ৫ মিনিটের জন্য মাইক্রো ওভেনে দিন।
> ৫ মিনিট পর মিশ্রণটি বের করে এতে এলাচি গুঁড়া, বাদাম কুচি দিয়ে আবার ভাল করে মেশান।
> এখন একটি ট্রেতে তেল বা মাখন লাগিয়ে নিন।
> তারপর দুধের মিশ্রণটি ট্রেতে ঢেলে ফেলুন।
> আবার ১ মিনিটের জন্য মাইক্রো ওভেনে দিন।
> এক মিনিট পর মাইক্রো ওভেন থেকে ট্রেটি বের করে আপনার পছন্দ মত বরফির আকৃতিতে কেটে ফেলুন।
> এখন এটি ১ থেকে ২ ঘন্টা ঠান্ডা হতে দিন।
> ঠান্ডা হওয়ার আগে ট্রে থেকে বরফি উঠানোর চেষ্টা করবেন না। ঠান্ডা হলে বরফি একটি সুন্দর আকৃতি হবে।
> বরফি কেটে ওপরে বাদাম দিয়ে পরিবেশন করুন।