বিসিআইসি কলেজের জমজ বোনের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১
রাজধানীর মিরপুরের বিসিআইসি কলেজের যমজ দুই শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে জীবন করিম ওরফে বাবুকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার গভীর রাতে মিরপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৪।
গত ১৯ অক্টোবর কলেজ ছুটির পর যমজ বোন সানিয়া হাবীব (১৭) ও আসোয়াদ হাবীব (১৭) বাসায় ফেরার পথে কলেজের সামনে ফুটপাতের দোকানে বসে থাকা কয়েকজন বখাটে তাদের উত্ত্যক্ত করে। বখাটেরা তাদেরকে ‘ফার্মের মুরগী’ বলে অশ্লীল ইঙ্গিত করতে থাকে। দুইবোন বখাটেদের প্রতিবাদ করায় তাদের ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।
এরপর বখাটে লুৎফর রহমান বাবু ও জীবন করিম বাঁশ দিয়ে তাদের পিটিয়ে পালিয়ে যায়। হামলায় একজনের পা ভেঙ্গে যায়। আহতদের বাবা মিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
র্যাব ৪ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি কাজী লুৎফুল কবির জানান, দুই বোনের উপর হামলায় প্রধান ভূমিকা পালন করে জীবন করিম ওরফে বাবু। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।