মৌলভীবাজার শহরের বড়হাটে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় চলা ‘অপারেশন ম্যাক্সিমাস’ শেষ হয়েছে। আস্তানার ভেতরে তিনজনের লাশ পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। নিহত পুরুষদের মধ্যে একজন সিলেটের আতিয়া মহলে অভিযান চলাকালে আস্তানার বাইরে যে হামলা হয় তাতে নেতৃত্ব দিয়েছেন বলে নিশ্চিত পুলিশ।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম আজ শনিবার অভিযান শেষে ব্রিফিংয়ে এসব কথা
জানান। আতিয়া মহলে অভিযান চলাকালে আস্তানার বাইরের ওই হামলায় র্যাবের গোয়েন্দা প্রধান, দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হন।
ব্রিফিংয়ে মনিরুল ইসলাম বলেন, জঙ্গিদের বারবার তাঁরা আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু তাঁরা তাতে সাড়া দেয়নি। যখনই সোয়াট ঘটনাস্থলের কাছে যাওয়ার চেষ্টা করেছে তখনই বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি বলেন, অভিযান সফলভাবে শেষ হয়েছে।