ভিডিও বা সিনেমার উল্লেখযোগ্য দৃশ্য ফের দেখার সুযোগ দেবে নেটফ্লিক্স। এ জন্য ‘ওয়াচ দ্যাট সিন এগেইন’ ফিচার চালু করছে অনলাইন স্ট্রিমিং সেবাটি। তবে চাইলে সব দৃশ্য ফের দেখার সুযোগ মিলবে না। নেটফ্লিক্সের নির্ধারিত উল্লেখযোগ্য অংশগুলোই শুধু দেখা যাবে। অর্থাৎ ভিডিও বা সিনেমার উল্লেখযোগ্য অংশ দেখার সময় স্ক্রিনে একটি নোটিফিকেশন বার্তা আসবে। এতে ক্লিক করলেই শুধু দৃশ্যটি ফের দেখা যাবে। বর্তমানে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। এর আগে ভিডিও বা সিনেমা চালু না করেই সেটির কাহিনি সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে প্রিভিউ সুবিধা চালু করে নেটফ্লিক্স। ফিচারটির সাহায্যে নির্দিষ্ট অনুষ্ঠানে ক্লিক করলেই সেটির বিষয়বস্তু ৩০ সেকেন্ডের ভিডিও আকারে দেখা যায়। ফলে মানহীন বা অপছন্দের অনুষ্ঠান ও সিনেমা সম্পর্কে আগেভাগেই ধারণা পাওয়া যায়।