রূপম ইস্যুতে শাফিনের কড়া জবাব
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৩ আগস্ট কলকাতায় একটি কনসার্টে বাংলাদেশের বিখ্যাত এবং জনপ্রিয় ব্যান্ড মাইলস’র গান গাওয়ার কথা রয়েছে। একই মঞ্চে কলকাতার ‘ফসিলস’ ব্যান্ডের ভোকাল রূপম ইসলামেরও গান গাওয়ার কথা।
তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে রুপম লিখেন মাইলসের সঙ্গে একই মঞ্চে গান করবেন না। মাইলস গাইলে তার ব্যান্ড ‘ফসিলস’ গাইবে না, মাইলসকে বয়কট করতে হবে। এমনকি কনসার্ট আয়োজক প্রতিষ্ঠানের অফিসের সামনে গিয়ে লোকজন নিয়ে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, মাইলসের ভারত সফর, ভিসা প্রাপ্তি- এসব নিয়েও প্রশ্ন তুলেছেন রূপম।
এসব বিষয় নিয়ে মাইলস ব্যান্ডের ভোকালিস্ট শাফিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘কলকাতার বিষয়টিতে আমরা খুব ক্ষুদ্র বিষয় হিসেবে নিয়েছি। কারণ আমি মনেকরি মাইলস এসবের চেয়ে অনেক উর্ধ্বে। ফসিলস’র মতো ব্যান্ড বিশ-পঁচিশজন ফ্যান-ভক্তদের নিয়ে একটা হৈ-চৈয়ের চেষ্টা করবে তাই এ পর্যন্ত নিজেদেরকে জড়ায়নি।’
তিনি আরো বলেন, ‘দেশের স্বার্থে কথা বলার অধিকার সবার আছে। এটার অর্থ ভারত বিদ্বেষ নয়। যে দেশই সমস্যা করবে সেখানেই আমার কথা বলার অধিকার আছে। সেই সূত্র ধরেই তারা বলতে চাইছেন শাফিন আহমেদ-হামিন আহমেদ প্রায়ই ভারত বিদ্বেষ কথা বলেন। আসল বিষয় সেটা নয়। ঘটনাগুলো গুরুত্বপূর্ণ। এখন বর্ডারে যদি প্রতি বছরে তিনশ-চারশ মানুষ মারেন, আপনি যদি আপনার পানির সাপ্লাই বন্ধ রাখেন, আপনি যদি সুন্দরবনে রামপাল বিদুৎকেন্দ্র স্থাপন করার চেষ্টা করেন আমার দেশ বেশিদিন বাঁচবে না। এজন্য আমার কিছু কথা বলতেই হবে। এটা দেশ প্রেম ছাড়া ভারত বিদ্বেষ না। সুতরাং তারা যে বিষয় কথা বলছে তা ঠিক নয়। আর রূপম একটা পাগল।’
শাফিন বলেন, ‘ক্রিকেটের সময় বাজে ভিডিও তারাই প্রথম ছেড়েছে। খেলাটা খেলার জায়গায় ছেড়ে দেয়া উচিৎ ছিলো। এটা এমন নয় যে দুই দেশের মধ্যে শত্রুতা চলবে। খেলায় উত্তেজনা থাকেই।’
এছাড়া সাংস্কৃতিক আগ্রাসন চলছে জানিয়ে জনপ্রিয় এ গায়ক বলেন, ‘বর্তমানে সাংস্কৃতি আগ্রাসন চলছে। তাদের শিল্পীরা যে পরিমাণে বাংলাদেশে আসছে মাইলস এক সময় দাপটের সাথে প্রতি মাসেই কলকাতা যেত। এটাকে তারা পরিকল্পনা করেই বন্ধ করতে চাইছে। অনেকদিন পরে ডাক পরছে। আমাদের যেতে দিলেই তাদের সমস্যা হবে। এটা ছাড়া রূপমের আমি আর সমস্যা দেখছি না।’
এর আগে রূপম দাবি করেন, “যদি ‘মাইলস’ পারফর্ম করে, তাহলে সেই মঞ্চে ‘ফসিলস’ পারফর্ম করবে না।” তার অভিযোগ, ‘মাইলস’ ব্যান্ডের দুই সদস্য হামিন আহমেদ ও শাফিন আহমেদ নাকি ফেসবুকে ভারতবিরোধী কথাবার্তা বলেন। শুধু কনসার্টে গান গাইবেন না, এমনটাই নয়। রূপম কনসার্টটি বাতিলের জন্যও রীতিমতো উঠেপড়ে লেগেছেন। তার ইন্ধনে ফেসবুকে ‘বয়কট মাইলস’ নামে ইভেন্ট খোলা হয়েছে।
Like this:
Like Loading...