দুই বছর আগে মিউজিক স্ট্রিমিং সেবা সাউন্ডক্লাউড কিনে নেয় জনপ্রিয় ক্ষুদে ব্লগিং সাইট টুইটার। তবে এতদিন এই সেবাটি নিয়ে একেবারে নিশ্চুপ ছিল প্রতিষ্ঠানটি।
এবার সব নীরবতা ভেঙে সেবাটিতে বড় অংকের বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। বিনিয়োগের পরিমাণ সাত কোটি মার্কিন ডলার। ৩০ কোটি গ্রাহককে টার্গেট করে সেবাটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে তারা।
সাউন্ডক্লাউডের একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা নিশ্চিত হয়েছি, টুইটার এখানে মোটা অংকের বিনিয়োগ করেছে। দুই প্রতিষ্ঠান মিলে বিশ্বজুড়ে সঙ্গীতপ্রেমীদের কাছে ভালোমানের সেবা পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ।
টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি জানিয়েছেন, টুইটার এখন সাউন্ডক্লাউডের স্টকগুলোকে নিজের আয়ত্তে নিয়েছে।
তিনি বলেন, চলতি বছরের শুরুতে আমরা সাউন্ডক্লাউডে বিনিয়োগ করি। আমরা চেষ্টা করে যাচ্ছি সেবাটি বিস্তৃত পরিসরে শুরু করার।
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট কয়েকদিন আগেই প্রফেশনালদের জন্য বিশেষায়িত সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন কিনেছে। টুইটারের এই বিনিয়োগ মাইক্রোসফটের সঙ্গে পাল্লা দেয়ার জন্য করা হচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।