উত্তর কোরিয়া অভিযোগ করেছে, দক্ষিণ কোরিয়া সীমান্তে সাপ ছেড়ে দিচ্ছে। এর ফলে সীমান্তরীদের সাপগুলো ধরার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার প থেকে দেশটির সেনাবাহিনীকে বলা হয়েছে, চীন সীমান্তের রাইয়্যাংগ্যাং অঞ্চলে অসময়ে বিপুল সংখ্যক সাপের উপস্থিতির পেছনে দক্ষিণ কোরিয়ার একটি গোয়েন্দা সংস্থা জড়িত। এই মাসের শুরুতে সীমান্তরীদের সাপ ধরার নির্দেশ দেয়া হয়েছে। ইয়ালু নদীর তীর পার হওয়ার আগে এ নির্দেশ দেয়া হয়।
পিয়ংইয়ংয়ের মতে এর পেছনে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস জড়িত। উত্তর কোরিয়ার সেনাদের মধ্যে একতা ভেঙে দিতে এ পদপে নিয়েছে গোয়েন্দা সংস্থাটি। তবে এ বিষয়টি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর অনেকেই মেনে নিতে পারছেন না। তাদের অনেকের মতে, তিন বছরের বাচ্চাও বিশ্বাস করবে না যে দক্ষিণ কোরিয়া প্রোপাগান্ডা লিফলেট ও সিডির পরিবর্তে সাপ দিয়ে আক্রমণ করবে।
সাপ ছেড়ে দেয়ার পেছনে দক্ষিণকোরিয়ার জড়িত থাকা নিয়ে দ্বিধা ও সংশয় থাকলেও উত্তর কোরিয়া জননিরাপত্তা মন্ত্রণালয় দেশটির জনগণের প্রতি সাপ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।