বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট হ্যাক হয়েছে। এসএক্সটিজেড নামের হ্যাকাররা ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে একটি নোটিশ ঝুলিয়ে দিয়েছে।বৃহস্পতিবার দুপুরে ওই ওয়েবসাইট ঢুকতে গিয়ে হ্যাকারের এমন নোটিস দেখে একজন ব্যবহারকারী প্রথমে বিষয়টি সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।বিকেল ৫টার পরও ওয়েবসাইটটিতে (http://tourismboard.gov.bd/) গিয়ে দেখা যায় হ্যাকারদের সেই নোটিশ।
হ্যাকারদের ওই নোটিশে বলা হয়েছে, আমরা মনে করি আপনাদের ওয়েবসাইটে সমস্যা রয়েছে। এটিকে পুনরায় দেখবেন।নোটিশের নীচে হ্যাকার দলের টুইটার অ্যাকাউন্টের লিংকও দেওয়া রয়েছে।বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের এই নতুন ওয়েবসাইটে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান, যোগাযোগ ব্যবস্থা ও ট্যুরিজম এজেন্সির তথ্য রয়েছে।