হ্যাকিং ঝুঁকিতে এক কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন
প্রায় এক কোটি অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে যা দিয়ে হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে ফোনটির তথ্যভাণ্ডার। ‘চেকপয়েন্টের’ গবেষকরা যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান কোয়ালকমের তৈরি চিপসেটে চলা সফটওয়্যারের ত্রুটি বের করতে গিয়ে এর সন্ধান পান।
কোম্পানিটি বলেছে, ৯০ কোটির মতো অ্যান্ড্রয়েড ফোনে কোয়ালকম প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে বর্তমানে নতুন ফোনগুলোতে সফটওয়্যারের দুর্বলতার প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে ‘চেকপয়েন্টের’ গতিশীল পণ্য ব্যবস্থাপনার প্রধান মাইকেল শেওলভ বলেছেন, ‘আমি মোটামুটি নিশ্চিত, আগামী তিন থেকে চার মাসের মধ্যে আপনারা এই দুর্বলতাগুলো ব্যবহৃত হতে দেখবেন।’ তিনি আরো বলেন, ‘এটা সব সময় একটা প্রতিযোগিতা, কে প্রথমে ত্রুটিটি খুঁজে বের করবে, হতে পারে তা ভালো অথবা খারাপ মানুষ।’
গবেষকরা জানিয়েছেন, নিরাপত্তা ত্রুটিতে আক্রান্ত ফোনগুলোর মধ্যে রয়েছে, ব্ল্যাকবেরি প্রিভ, ডিটেক৫০, ব্ল্যাকফোন ১ ও ব্ল্যাকফোন ২, গুগল নেক্সাস ৫এক্স, নেক্সাস ৬ ও নেক্সাস ৬পি, এইচটিসি ওয়ান, এইচটিসি এম৯ ও এইচটিসি ১০, এলজি জি৪, এলজি জি৫ ও এলজি ভি১০, মটোরোলার তৈরি নিউ মটো এক্স, ওয়ানপ্লাস ওয়ান, ওয়ানপ্লাস ২ ও ওয়ানপ্লাস ৩, স্যামসাং গ্যালাক্সি এস৭ ও স্যামসাং এস৭ এজ এবং সনি এক্সপেরিয়া জেড আলট্রা। -বিবিসি
Like this:
Like Loading...