দেশের প্রায় ৮৩ শতাংশ অনলাইন পেমেন্ট সেবা দিচ্ছে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এসএসএল কমার্জ। ২১ জুন রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বার্ষিক ‘মার্চেন্ট মিটআপ’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে এসএসএল কমার্জের গ্রাহকেরা ছাড়াও প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএসএল কমার্জের ব্যবস্থাপক আশিস চক্রবর্তী বলেন, ‘আমাদের দেশে বর্তমানে ই-কমার্স খাত বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে। এ ক্ষেত্রে যে সেবাটি বেশি প্রয়োজন হয়, তা হচ্ছে অনলাইন পেমেন্ট সেবা। অনলাইন পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান এসএসএল কমার্জ এই সেবা দিচ্ছে।’
প্রতিষ্ঠানটির ই-কমার্স সেবার প্রধান নাজমুস সাকেব বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ সেবার পাশাপাশি তথ্যপ্রযুক্তি-সুবিধার সঙ্গে পরিচিত করে তুলতে চাই।’
অনুষ্ঠানে এসএসএল কমার্জের ‘ইএমআই’ ও ‘কুইক পে’ নামের দুটি সেবার তথ্য জানানো হয়।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে এসএসএল কমার্জ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা ৯০০।