কনজুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) দেখা মিলেছে সনির ৮কে ডিসপ্লের টিভির। এতদিন পর্যন্ত ৮কে রেজুলেশনের টিভির শুধু প্রটোটাইপ সংস্করণ দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে সনি ভক্তদের।
এবার সত্যি সত্যি তাদের জন্য বাজারে ছাড়া হচ্ছে হাই রেজুলেশনের টিভিটি। মাস্টার সিরিজ জেড৯জি ৮কে এলসিডি ও এ৯জি ৪কে ও এলইডি মানের টিভি সিইএসে প্রদর্শন করেছে সনি।
এর মধ্যে জেড৯জি মডেলটি পাওয়া যাবে ৯৮ ইঞ্চি ও ৮৫ ইঞ্চি মাপে আর এ৯জি মডেলের টিভিগুলো পাওয়া যাবে ৫৫, ৬৫ ও ৭৭ ইঞ্চি মাপে। জেড৯জি মডেলের টিভিতে থাকবে ৩ কোটি ৩০ লাখ পিক্সেল।
টিভির উপরে ও নিচে থাকবে দুটি করে স্পিকার। চারটি ফ্রন্ট ফেসিং স্পিকার থাকায় মনে হবে যেন টিভির চরিত্রগুলো সামনে দাঁড়িয়ে কথা বলছে। ৮কে টিভির রেজুলেশন ৪কে টিভির চেয়ে চার গুণ বেশি।
তাই ছোট আকারের টিভিতে ৮কে রেজুলেশন দেয়া হলে প্রযুক্তিটির পরিপূর্ণ ব্যবহার সম্ভব হবে না। তাই ৯৮ ইঞ্চি ও ৮৫ ইঞ্চির টিভিগুলোই ৮কে রেজুলেশনে তৈরি হয়েছে।
সনি দাবি করেছে, টিভিগুলো নির্মাণের জন্য তারা পিকচার প্রসেসর এক্স১ আলটিমেট ইমেজ প্রসেসর আপডেট করেছে। মাস্টার সিরিজের টিভিগুলো কবে থেকে পাওয়া যাবে বা দাম কীরকম হবে সে সম্পর্কে কোনো ধারণা দেয়নি সনি।
এর আগে দক্ষিণ কোরিয়া প্রযুক্তি জায়ান্ট স্যামসাং কনজুমার ইলেকট্রনিকস শোতে ৭৫ ইঞ্চি মাইক্রোএলইডি টিভি প্রদর্শন করে সিইএসে।