নববর্ষে আইফোন ব্যবহার করে টুইট বার্তা প্রকাশ করায় চাকরি হারালেন হুয়াওয়ের দুই কর্মচারী। হুয়াওয়ের আভ্যন্তরীণ একটি নথির বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নববর্ষের দিন শুভেচ্ছা জানাতে “Happy #2019” লিখে হুয়াওয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে একটি বার্তা প্রকাশ করা হয় তবে বার্তাটির নিচে লেখা ছিল যে সেটি আইফোনের মাধ্যমে পাঠানো হয়েছে। টুইটটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সেটি মুছে ফেলা হলেও সেই টুইটের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়।
হুয়াওয়ের আভ্যন্তরীণ একটি নথি গত ৩ জানুয়ারি পর্যবেক্ষণ করে সংবাদ সংস্থা রয়টার্স। এই বিষয়ে হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চেন লিফাং বলেন, হুয়াওয়ে ব্র্যান্ডের ক্ষতি করার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে।
ওই নথিতে আরো জানা যায় টুইট বার্তা প্রেরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে তারা ওই আইফোন ব্যবহার করে যাতে যথাসময়ে শুভেচ্ছা জানানো যায়।