স্মার্টফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি কমছে বলে মনে করে জাপান। সম্প্রতি দেশটির শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিচালিত এক জরিপের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। প্রায় ৩৪ লাখ শিক্ষার্থীর ওপর পরিচালিত এ জরিপে দেখা গেছে, ২৫ শতাংশের বেশি শিক্ষার্থীর দৃষ্টিশক্তি স্বাভাবিকের তুলনায় নিচে নেমে এসেছে। এর মধ্যে এলিমেন্টারি পর্যায়ের ৩৪ শতাংশ এবং হাইস্কুল পর্যায়ের ৬৭ শতাংশ শিক্ষার্থী রয়েছে। জাপান বলছে, স্বল্প দৃষ্টিশক্তির শিক্ষার্থীর পরিমাণ এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি। বিষয়টিকে বেশ উদ্বেগজনক বলেও আখ্যায়িত করা হয়েছে।
এর জন্য স্মার্টফোনকেই দুষছে দেশটি। বলা হচ্ছে, শিক্ষার্থীরা এখন আগের থেকে বেশি সময় ব্যয় করছে স্মার্টফোনে। তাকিয়ে থাকছে লম্বা সময় ধরে। আর এরই প্রভাব পড়ছে তাদের দৃষ্টিশক্তিতে।
বর্তমানে স্মার্টফোন গেমিংয়ে জাপান প্রথম সারির একটি দেশ। গেমিং মার্কেটে দেশটির অবস্থান তৃতীয়। গেমারদের মধ্যে একটি বড় অংশই স্মার্টফোনে গেম খেলে। তবে বিশেষজ্ঞরা বলছেন, লম্বা সময় ধরে স্মার্টফোনের পর্দায় তাকিয়ে থাকাই দৃষ্টিশক্তি কমে যাওয়ার মূল কারণ নয়।
এর আগে এ বছরের শুরুতে শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল চীনও। প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছিল দেশটির পক্ষ থেকে। এর মধ্যে আছে অনলাইন গেমিং ও গেম খেলার সময় নিয়ন্ত্রণের মতো পদক্ষেপও।