যুক্তরাষ্ট্রের সুপারমার্কেট চেইন শপ হোল ফুড কিনে নিচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন। এ জন্য এক হাজার ৩৭০ কোটি মার্কিন ডলারের চুক্তি করতে যাচ্ছে আমাজন। অনলাইনে পণ্য বিক্রির প্রতিষ্ঠানটির জন্য প্রচলিত সুপারশপ কেনার এটাই হবে সবচেয়ে বড় উদ্যোগ।
প্রাকৃতিক ও অর্গানিক (জৈব পদ্ধতিতে চাষ) খাবারকে গুরুত্ব দিয়ে ১৯৭৮ সালে টেক্সাসে হোল ফুডের যাত্রা শুরু হয়। যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে ৪৬০টি স্টোর রয়েছে হোলফুডের। এতে প্রায় ৮৭ হাজার কর্মী কাজ করছেন।
আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস বলেন, ‘লাখো মানুষ হোল ফুডস মার্কেট পছন্দ করেন। কারণ তারা সেরা প্রাকৃতিক ও অর্গানিক খাবার বিক্রি করে। স্বাস্থ্যকর খাবার মজা করে খাওয়ায় তারা। চার দশক ধরে হোল ফুডস মার্কেট গ্রাহকদের সন্তুষ্ট, আনন্দিত ও পুষ্টি দিয়ে চলেছে। তারা যে দারুণ কাজটি করছে তা চালিয়ে যেতে চাই।’
বেশ কিছুদিন ধরেই বিনিয়োগকারীদের কাছ থেকে চাপের মুখে পড়েছিল হোল ফুডস। প্রতিযোগিতার মুখে পড়ে কিছু স্টোরে বিক্রি কমছিল। গত মাসেই নতুন বোর্ড সদস্য ও নতুন আর্থিক কর্মকর্তা নিয়োগ দিয়েছিল প্রতিষ্ঠানটি।
এ বছরের দ্বিতীয়ার্ধের মধ্যেই অধিগ্রহণ সম্পন্ন করতে চায় আমাজন।
আমাজনের অধিগ্রহণের পরেও হোল ফুডস ব্র্যান্ডটি থাকবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন বর্তমান প্রধান নির্বাহী জন ম্যাকেই। তথ্যসূত্র: বিবিসি।