ছোটোবেলায় ঠাকুমার মুখে একটা কথা খুব শুনেছি, “যার হয় তার ৯তে হয়, যার হয় না তার ৯০তেও হয় না।” চেন্নাইয়ের বাসিন্দা শ্রাবণ আর সঞ্জয়ের ক্ষেত্রে প্রবাদটা অক্ষরে অক্ষরে মিলে যায়। বয়ঃসন্ধিকালে পৌঁছনোর আগেই দশ ও দ্বাদশ বছর বয়সি এই দুই খুদে ভারতের একটি সফ্টওয়্যার ফার্মের সিইও, অর্থাৎ প্রধান নির্বাহী কর্মকর্তা। চার বছর আগে এই দুই জিনিয়াস খুদে GoDimensions নামের একটি সফ্টওয়্যার ফার্ম নির্মাণ করে, যার প্রধান কাজ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা। শ্রাবণের বয়স তখন ৮, সঞ্জয়ের ৬। এই চার বছরে তাদের কম্পানি ১১টি অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছে। ৭০,০০০ ডাউনলোড। প্রথম অফিশিয়াল অ্যাপ ক্যাচ মি কপ লঞ্চ করার সময় সেটির ১৫০টি টেস্ট অ্যাপ্লিকেশন করে তারা। তাদের তৈরি অন্য একটি অ্যাপ্লিকেশন অ্যালফাবেট বোর্ড (Alphabet Board) অ্যাপেল স্টোরে ফাইভ স্টার রেটিং পেয়েছে। শ্রাবণ ও সঞ্জয়ের আগামীদিনের লক্ষ্য, ৫০% ভারতীয় যাতে তাদের তৈরি অ্যাপ্লিকেশন ব্যবহার করে। বর্তমানে তাদের বার্ষিক আয় ১২০ কোটি টাকা। চোখ কপালে তোলার মতোই চমকপ্রদ সত্য! বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই দুই ভাই বারবার বলেছে, অ্যাপেল নির্মাতা স্টিভ জোবস্ই তাদের অনুপ্রেরণা। তবে ইতিমধ্যে অ্যাপেল কর্তৃপক্ষের সুনজরে আছে এরা। অ্যাপেলের আশা, আগামীদিনে সাফল্যের শিখরে পৌঁছবে এই দুই খুদে ভাই।