ভিডিও কল করার সুবিধা নিয়ে ডুয়ো নামের একটি অ্যাপ চালু করেছে ইন্টারনেটে তথ্য খোঁজার ওয়েবসাইট গুগল। অ্যাপলের ফেসটাইম, মাইক্রোসফটের স্কাইপ এবং ফেসবুকের মেসেঞ্জারের মতোই কাজ করবে এই ডুয়ো। তবে ব্যবহারকারীদের একটি বিশেষ সুবিধা দেবে এটি। কল ধরার আগেই ব্যবহারকারী জানতে পারবেন কে তাঁকে কল করেছে। ফলে ব্যবহারকারী কলটি গ্রহণ করবেন কি করবেন না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। যেটি তাঁকে বিরক্তিকর কল ধরা থেকে বাঁচিয়ে দেবে। এই সুবিধার নাম দেওয়া হয়েছে ‘নক নক’।
নতুন এই অ্যাপের ব্যাপারে গত মে মাসেই ঘোষণা দেওয়া হয়েছিল। গতকাল সবার জন্য উন্মুক্ত করা হয় ডুয়ো। এতে যেকোনো কল নিরাপত্তার জন্য এনক্রিপ্ট করা হবে এবং ভিডিওর রেজ্যুলেশন ইন্টারনেট সংযোগের গতির ওপর নির্ভরশীল হবে। বিভিন্ন ভিডিও কল করার অ্যাপগুলো ব্যবহার করতে ব্যবহারকারীকে নিবন্ধন করে নিতে হয়। কিন্তু ডুয়োতে ফেসটাইমের মতো শুধু ব্যক্তির ফোন নম্বর লাগবে, নিবন্ধনের প্রয়োজন নেই। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধু ও পরিবারের সঙ্গে কথা বলার ক্ষেত্রে ডুয়ো একটি সহজ ও নির্ভরযোগ্য মাধ্যম। কিছুদিনের মধ্যেই অ্যাপটি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে। আগামী কয়েক মাসের জন্য গুগল যে দুটো মোবাইল অ্যাপ নিয়ে পরিকল্পনা করেছিল, তার প্রথমটি হচ্ছে এই ডুয়ো। মার্কিন এই প্রতিষ্ঠান অ্যালো নামের আরও একটি নতুন বার্তা আদান-প্রদানের অ্যাপ চালু করার প্রস্তুতি নিচ্ছে, যেটা বার্তার স্বয়ংক্রিয় জবাব দেওয়ার জন্য পরামর্শ দেবে।
বাংলাদেশ থেকে গুগলের প্লেস্টোরে গুগল ডুয়ো অ্যাপ খুঁজে পাওয়া গেলেও সেখানে Coming Soon লেখা দেখাচ্ছে। অ্যাপটি প্রকাশের সঙ্গে সঙ্গে জানতে নিবন্ধনের সুযোগ রয়েছে তাতে। অ্যাপটি পাওয়া যাবে https://goo.gl/DhtHt4 ঠিকানায়।
চলতি বছরের শুরুতে স্মার্টফোন, স্মার্ট ঘড়িসহ অন্যান্য যন্ত্রাংশ নিয়ন্ত্রণের জন্য কথোপকথন নির্ভর সেবা ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ তৈরির ঘোষণা দিয়েছিল গুগল। এটি ব্যবহারকারী ও সফটওয়্যারের মধ্যে বার্তা আদান-প্রদানের মাধ্যমে তথ্য খুঁজে পেতে সাহায্য করবে।