ভারতের সব রাজ্যে সতর্কতা জারি করেছে সরকার। গত বুধবার পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানের পাল্টা সন্ত্রাসী হামলার আশঙ্কায় এই সতর্কতা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
মন্ত্রণালয় এক নির্দেশনায় প্রত্যেকটি রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক প্রহরায় থাকার নির্দেশ দিয়েছে। বিশেষ করে মার্কেট, ধর্মীয় স্থাপনা, মেট্রো স্টেশনগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য জম্মু ও কাশ্মির, পাঞ্জাব, রাজস্তান এবং গুজরাটে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কারন পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলো যে কোনো সময় ভারতের মাটিতে হামলা করতে পারে।