ভারতের মহারাষ্ট্র রাজ্যে মুম্বাইয়ের সঙ্গে পর্যটন রাজ্য গোয়ার সংযোগকারী মহাসড়কে ব্রিটিশ আমলে নির্মিত একটি সেতু ধসে অন্তত ২২ জন নিখোঁজ রয়েছেন।
ভারী বৃষ্টিপাতে নদীর প্রবল ঢলে বুধবার রাত ১টার দিকে সেতুটি ধসে পড়ে বলে জানিয়েছে এনডিটিভি, বিবিসি। এতে যাত্রীবাহী দুইটি বাস ও কয়েকটি গাড়ি নদীর পানিতে তলিয়ে যায়। মুম্বাই থেকে ৮৪ কিলোমিটার দূরে রাইগাদ জেলায় এ ঘটনা ঘটে।
৭০ বছরেরও বেশি আগে মাহাদ টাউনে সাবিত্রি নদীর ওপর সেতুটি তৈরি করা হয়েছিল। রাজ্য পরিবহনের দুটি বাস নিখোঁজ হয়েছে। এ দুটি বাসে মোট ১১ জন যাত্রী ছিল। বাস দুটি মুম্বাই থেকে যাত্রা শুরু করেছিল।
জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে ৮০ জন উদ্ধারকর্মী ও ডুবুরি পাঠানো হয়েছে। নিখোঁজ গাড়িগুলোর সন্ধানে ভারতীয় কোস্টগার্ডের একটি হেলিকপ্টার কাজে লাগানো হয়েছে।
দুর্ঘটনার পর রাতেই এক টুইটার বার্তায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনবিস বলেন, “সেখানে দুটি সমান্তরাল সেতু ছিল। একটি নতুন সেতু ও অপরটি ব্রিটিশ আমলে নির্মিত। পুরনো সেতুটি ধসে পড়েছে।”
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ফাদনবিসকে ফোন করে উদ্ধার কাজ ও অন্যান্য বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ঘটনাস্থলের অপর সেতুটি দিয়ে যান চলাচল অব্যাহত আছে।
গত পাঁচদিন ধরে মহারাষ্ট্রের উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল ও উপকূলীয় কোনো কানো অঞ্চলে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। প্রবল বৃষ্টিপাতে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে।